হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি আর না না না
হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি
একলা মানুষ একলা সময়
একলা অসুখ একলা প্রলয়
জীবনযাত্রার দুর্ঘটনায়
নিজেকে খুব নির্বোধ মনে হয়।
একলা প্রেমে একলা ফেঁসে
একলা কেঁদে একলা হেসে
শরীর ভাঙে খুব নিমেষে
আমার মতো ভাট্ বকে যায়।
মনটা আটকে বদ্ধ ঘরে
অশান্ত মন কেউ যব্দ করে
শরীর জুড়ে অস্থিরতা
অদৃশ্য হাত মুন্ডু ধরে
চারিদিকে শুধু মুন্ডুমালা
চলে এলাম আমি কোন দেশে?
হাসতে হাসতে মৃত্যু খেলা
যেন আমি মৃতের দেশে।
পরিস্থিতি হাস্যকর
হাসির চোটে রোধ কন্ঠস্বর
গন্ধ বেড়ায় আত্মা থেকে
টপ্ করে মাটি ছোয়ে চক্ষুজল
চোখের জলে ভাসিয়ে দেবো
Feelings গুলো মরতে চায়
আমার ভেতর ভালো মানুষ এবার
সমাজ থেকে সরতে চায়।
হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি আর না না না
হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি
হুঁ চারিদিকে এক বিষাদের সুর
হুঁ সুখের সাগর অনেক দূর।
খুচরো খুচরো বিষণ্ণতা
ছড়িয়ে ছিটিয়ে রাখতে চায়
আমার ভেতর দুঃখ গুলো
শরীর জুড়ে মাখতে চায়।
আয়নার দিকে তাকিয়ে থেকে প্রাক্তন টাকে ভুলতে চাই
নিজেকে নিজেই পুড়িয়ে মেরে গঙ্গার জলে গুলতে চাই।
হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি আর না না না
হ্যাঁ যাকে ভালোবাসি বলে না না না
তার আবেগেতে ভাসি বলে না না না
কেড়ে নিলো আমার হাসি বলে না না না
শেষে বলে আমি আসি