হর করো অনুমতি যাই হিমালয়
হর করো অনুমতি যাই হিমালয়
জনক জননী বিনে জনক জননী বিনে বিদীর্ণ হৃদয়
হর করো অনুমতি যাই হিমালয়
হর করো অনুমতি যাই হিমালয়
এ জ্বালা কি জানে অন্যে আমি মায়ের খ্যাপা কন্যে
এ জ্বালা কি জানে অন্যে আমি মায়ের খ্যাপা কন্যে
গিয়ে তিন দিনের জন্যে গিয়ে তিন দিনের জন্যে রব পিত্রালয়
হর করো অনুমতি যাই হিমালয়
হর করো অনুমতি যাই হিমালয়
গৃহ গণপতি লয়ে সপ্তমী প্রবেশা হয়ে
গৃহ গণপতি লয়ে সপ্তমী প্রবেশা হয়ে
আসিব কৈলাশে হলে নবমী উদয়
জানি মা মেনকা খেদে অন্ধ হলো কেঁদে কেঁদে
জানি মা মেনকা খেদে অন্ধ হলো কেঁদে কেঁদে
মরেছে কি আছে বেঁচে মরেছে কি আছে বেঁচে হতেছে সংশয়
হর করো অনুমতি যাই হিমালয়
জনক জননী বিনে বিদীর্ণ হৃদয়
হর করো অনুমতি যাই হিমালয়
হর করো অনুমতি যাই হিমালয়
হর করো অনুমতি যাই হিমালয়