ত্বং মায়ারূপিণী দুর্গে
কে বলে মা আজননী কখনো দারিদ্র জায়া
কখনো হও রাজরানী
ত্বং মায়ারূপিণী দুর্গে
ত্বং পুরুষ ত্বং হি কন্যা
ধন্যা তুমি তুমি দৈন্যা
ত্বং পুরুষ ত্বং হি কন্যা
ধন্যা তুমি তুমি দৈন্যা
দয়াময়ী দয়া শূন্যা
দয়াময়ী দয়া শূন্যা
সৃজনলয়কারিনী
ত্বং মায়ারূপিণী দুর্গে
তুমি সুখ তুমি ক্লেশ
ত্বং পীযুষ তুমি বিষ
তুমি সুখ তুমি ক্লেশ
ত্বং পীযুষ তুমি বিষ
তুমি আদা তুমি শেষ
তুমি অনাদারূপিণী
সরলা অতি দূর্বলা
অচলা অতি চঞ্চলা
সরলা অতি দূর্বলা
অচলা অতি চঞ্চলা
কুলহীনা কুলবালা
কুলহীনা কুলবালা
কুলোজ্বলা কলঙ্কিনী
ত্বং মায়ারূপিণী দুর্গে
কে বলে মা আজননী কখনো দারিদ্র জায়া
কখনো হও রাজরানী
ত্বং মায়ারূপিণী দুর্গে