চাই না আমার শেক্সপিয়ার আমার আছে রবীন্দ্রনাথ
খাই না আমি ব্রেড-বাটার চাই দুবেলাই মাছ-ভাত
বিভূতিভূষণের শংকর আমি সত্যজিতের ফেলুদা
রবীন্দ্রনাথের অমিত আমি জয় গোস্বামীর কবিতা
নজরুলের বিদ্রোহী গান আমি জীবনানন্দ
এই আকাশে বাতাসে কত প্রাণ আহা কি আনন্দ
আমি ধুতি পাঞ্জাবিতে বাঙালি
আমি টি-শার্ট জিন্সেও বাঙালি
আমি ঢাকের তালে বাঙালি
আমি রক-এন-রোলেও বাঙালি
কফি হাউসের চায়ের টেবিলে ঝড় বা গঙ্গার ঘাট
কলেজ ষ্ট্রীটের বইপাড়া হোক বা জলকাদা ফুটবল মাঠ
আনন্দবাজারের হেডলাইনে রাইটার্স বিল্ডিং
গোলবাড়ির কষা মাংস বা কচুরিতে দেওয়া হিং
আকাশবাণীতে ভোর চারটেয় শুরু মহালয়ার গান
বছরে একবার নাচতেই হবে এটা পুজোর ভাসান
আমি ধুতি পাঞ্জাবিতে বাঙালি
আমি টি-শার্ট জিন্সেও বাঙালি
আমি ঢাকের তালে বাঙালি
আমি রক-এন-রোলেও বাঙালি
সহজপাঠ বর্ণপরিচয় নন্দন চত্বর
ট্রামলাইন মেট্রোরেল গড়িয়াহাটার মোড়
ষ্টার থিয়েটার ষ্টুডিও-পাড়া ঋত্বিক ঘটক
ভিক্টোরিয়ার ছাদে কালো পরী দীর্ঘজীবি হোক
হেমন্ত মান্না উত্তম থেকে সৌরভ গাঙ্গুলি
কবীর সুমন অঞ্জন দত্ত আর মহীনের ঘোড়াগুলি
আমি ধুতি পাঞ্জাবিতে বাঙালি
আমি টি-শার্ট জিন্সেও বাঙালি
আমি ঢাকের তালে বাঙালি
আমি রক-এন-রোলেও বাঙালি