[ Featuring Khondokar Rashed, Miraj Khan ]
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
আমার হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
বুকে জ্বলে চিতার আগুন
চোখে প্রেমের নেশা
কিসের ভালবাসলা তুমি
মন ভাঙ্গা তোর পেশা
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
ছাইরা যদি যাবি রে তুই
কেন জড়ালে
সাধের ভালবাসা দিয়ে কোথায় হারেলে
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
বুকে জ্বলে চিতার আগুন
করে ঝালাপালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা