Cholonamoye lyrics
শেষ নিশ্বাস টুকু ছিলো বাকি
তোমাকে দেওয়ার
তাও দিয়ে দিবো লিখে নিও
নামে তোমার
প্রিথিবী আমার সব শুন্য গধুলি
আলো হিনতার
তুমি ছাড়া মরু তাপে মনটা
আজ পোড়াবার
কেনো ছলনাময়ী আজ বিশ্বাস টুকুও
কেড়ে নিলে আমার
আজ ভুল সবি পৃথিবীতে থাকার
সব অধিকার
কেনো মিথ্যা দিয়ে গড়লে তুমি
এই বুকে ঠিকানা তোমার
যাও ভুলে যাবো আমিও তোমায়
নিশ্বাস টুকু দিয়ে আমার
শত কাদলেও জানি দাম মিলবেনা
আজ তোমারি কাছে
শত রাগলেও জানি ঘৃনা ছাড়া
কিছু দিবেনা আমাকে
আজ অভিমান বুকে এত পাপি
আমাকে করেছে সে
তার মায়ার বাধনে আজ মুক্ত আমি
এ দুনিয়ার মায়া থেকে