তুমি আমার কাছে ভোরে ফোটা পদ্মরি মত
তুমি আমার মাঝে আকাশের ওই নিলেরি মত
তুমি আমার জন্য রাতের দেখা তারারি মত
তুমি আমার লেখা গান কবিতা গধুলির আলো..
আমি তোমার জন্য না হয় হবো মিষ্টি বাশির সুর
সেই সুরের মাঝে তোমায় খুজে হারাবো বহুদুর
আমার মনের কুঠির মাঝে সাজিয়ে তোমার সুখ
মন পাড়াতে ডাকবো তোমায় ভুলিয়ে তোমার দুখ..
কোনো এক বিকেলে বহুদুরে হারিয়ে শুধু তোমার জন্যে
আনবো খুজে কৃষ্ণ চুড়া আর পরাবো তোমার কেশে
তুমি চাইলে মেঘ ডেকে আমি ঝরবো বৃষ্টি হয়ে
তোমারি কারনে আমি গভির বনে হারাবো সুখেরই খোজে..
আমি তোমার জন্য না হয় হবো মিষ্টি বাশির সুর
সেই সুরের মাঝে তোমায় খুজে হারাবো বহুদুর
আমার মনের কুঠির মাঝে সাজিয়ে তোমার সুখ
মন পাড়াতে ডাকবো তোমায় ভুলিয়ে তোমার দুখ..