Shono ogo shehzadi bangla lyrics
শোন ওগো শাহজাদী
আমি সেই শাহজাদা
যে ভালবেসে তোমাকে
বলবে এই মনের কথা
ও জান ও পরানের পাখি
আমি চিরদিন রবো তোমারি
করছি যে এই ওয়াদা
ভুলে গেলেও আমাকে
রবো ছায়া হয়ে পাশে
শত জনম যে তুমি
সাথে পাবে আমাকে
কতো ভালবাসি তোমায়
তুমি আজো কেনো বোঝোনা
হাসি মুখে সইবো মরন
ভালবাসি যে এতটা
ভালোবাসা যেনো না কমে
মন ভাংলেও না ভাঙ্গে
ভালবাসার এই ঘর
শত জনম যে তুমি
সাথে পাবে আমায়
ভুলে গেলেও আমাকে
রবো ছায়া করে তোমায়