সময়ের সাথে আমি বদলিনি
বদলে গেছে এই পৃথিবীর আমায় ফেলে
তবু কেনো ছুটে বেড়াই
তোমার পিছে অজানা পথে
এই স্বপ্নের ভেতরে।
সীমানাহীন তোমার আকাশে
খুঁজে পাবে আমার পাশে
চলো রাঙাই আজ আকাশের নীল দিয়ে
তবু কেনো তুমি আমায় নিলে না আজ তোমার সাথে?
হারিয়েছি আমার সত্তাকে তোমার অবকাশে
যাব না তাও তোমায় ফেলে
সীমানাহীন তোমার আকাশে
খুঁজে পাবে আমার পাশে
চলো রাঙাই আজ আকাশের নীল দিয়ে
চলো বেড়াই আমরা মেঘের দেশে
নিল রঙে রাঙিয়ে যাব তারার সাথে