নির্ধারিত শিরোনামে
আমি ভালো আছি
নির্ধারিত পরিণামে
আমি সুখে আছি
সমাজের শিখরে হিমালয় চূঁড়ায়
ছুঁয়ে দেখো
খুব ঈর্ষা হবে তোমার....জানি
সবই দেখি সবই বুঝি
সবই দেখি স্বার্থপর....সবই দেখি নিথর
সবই দেখি সবই বুঝি
সবই দেখি স্বার্থপর
সবই দেখি নিকশ.....খুব বেশি
নির্ধারিত অভিযোগে
আমি দায়ী আছি
নির্ধারিত অভিমানে
আমি দোষী আছি
সমাজের শিখরে হিমালয় চূঁড়ায়
ছুঁয়ে দেখো
খুব ঈর্ষা হবে তোমার....জানি
সবই দেখি সবই বুঝি
সবই দেখি স্বার্থপর....সবই দেখি নিথর
সবই দেখি সবই বুঝি
সবই দেখি স্বার্থপর
সবই দেখি নিকশ.....খুব বেশি