গলির ধুলোয় পা, রাস্তায় জীবনের খেলা,
হাতের কাঁচে দাগ, মুখে সিগারেটের ছাই ভেলা,
এখানে আইন নেই, নিয়ম কেবল বাঁচার তাগিদ,
মুখের হাসি মিছে, ভিতরে সব হিংস্র আগুন নিভেছে।পড়াশোনা নয়, জীবন শেখায় গলি,
ভিতরে অন্ধকার, তবু চোখের সামনে সব ঝলমলে,
ধোঁয়া আর মিথ্যে কথা, টাকা দিয়ে বন্ধ সব কথা,
তোর বেড়ে ওঠা কি? গলিতে দৌড়ে, রক্তে ভরা প্রতিটি পদক্ষেপ।এখানে বাঁচতে হলে, কুকুর হতে হবে,
তোর ভেতর নেই যদি রাগ, জীবন করবে তোরে তাড়িয়ে,
তোর ভাই তোর শত্রু, বন্ধু তোর এক মিথ্যে নাম,
এই গলির গল্পে সবাই শুধু খেলে জীবনের গাঢ় রঙিন ধাম।
গলির গল্প, মিথ্যে আর সত্যি মিলে মিশে,
পড়ে থাকা মানুষ, আর হেরে যাওয়া যুদ্ধ গলির রক্তে ভিজে,
এখানে বাঁচা মানে প্রতিদিন নতুন সংগ্রাম,
গলির গল্প, যেখানে বাঁচতে হলে হতে হয় পাষাণ।
তোর ঘাড়ে চাপা দেনা, চারপাশে শত্রুর দল,
মুখে মিষ্টি হাসি, পেছনে ছুরি, তাদের মন বিষাক্ত চল,
এখানে আইন ভাঙতে হয়, কারণ তোর জন্য নেই সুযোগ,
তুই যদি থামিস, পা পিছলালে, তোর লাশের পর উঠে নতুন লোক।ভালো হতে গেলে এখানে বাঁচতে পারবি না,
তুই মরবি, হারাবি, তোর মুখে হাসি আর থাকবে না,
এখানে বাঁচা মানে চলা সব কিছু বিপরীত দিকে,
নিয়ম মেনে চললে, দেহটা তোর ঝুলবে একদিন শূন্যে।রাস্তায় শুধু টাকা আর নামের যুদ্ধ,
তুই যদি পিছিয়ে পড়িস, তবে তোর জীবন যাবে ধ্বংস,
গলির গল্পে সবাই একে অপরের বুকে ঠুকে,
এখানে যে হাসবে শেষ, সে বাঁচবে, বাকিরা যাবে মুছে।
গলির গল্প, মিথ্যে আর সত্যি মিলে মিশে,
পড়ে থাকা মানুষ, আর হেরে যাওয়া যুদ্ধ গলির রক্তে ভিজে,
এখানে বাঁচা মানে প্রতিদিন নতুন সংগ্রাম,
গলির গল্প, যেখানে বাঁচতে হলে হতে হয় পাষাণ।
গলির গল্প, মিথ্যে আর সত্যি মিলে মিশে,
পড়ে থাকা মানুষ, আর হেরে যাওয়া যুদ্ধ গলির রক্তে ভিজে,
এখানে বাঁচা মানে প্রতিদিন নতুন সংগ্রাম,
গলির গল্প, যেখানে বাঁচতে হলে হতে হয় পাষাণ।
এই গলির গল্প, তোর পথের শেষ কোথায়?
কে বাঁচবে, কে মরবে-এটা শুধু সময়ের অপেক্ষা, জানিস?
এইখানে কোনো হিরো নেই, কেবল বেঁচে থাকা পাপের দাগ,
তুই জিতবি না, কেবল চলবি, যতক্ষণ না তোকে নিয়ে যাবে মাটির ঢাল।ধোঁয়ায় মিশে যায় মোর পরিচয়, রাস্তায় লেগে থাকা চিহ্ন,
তুই যদি ভাবিস শেষ হয়ে গেছে, তবু শেষটা হয় না সহজ,
এটা যুদ্ধের শেষ নয়, এটা শুধু শুরু,
গলির গল্পতে কেউ জানে না কার পরিণতি কবে হবে পূর্ণ।