নষ্ট আঙ্কেল
চেয়ে দেখো তার পুরা মাথামুথা নষ্ট
আমাদের এলাকার
ছেলেপেলে খেললে লাগে তার কষ্ট
নষ্ট আঙ্কেল
তার গোটা দৃষ্টিভঙ্গিটাই ভ্রষ্ট
লোকটা একটা
মাথামোটা সাইকো ছাগল, সেটা স্পষ্ট
আমাদের খেলার মাঠ পায় যদি খালি
তার মাঝে রেখে দেয় ইট কাঠ বালি
নষ্ট কাকার বাড়ি কত উঁচু হাইট
ওই বাড়িতে মারবো ডাইনামাইট।
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
আপনাকে খেলে দেব
ছেলের শৈশব ধ্বংস করার দায়ে
আপনাকে জেলে দেব
নষ্ট আঙ্কেল
আপনার মগজ চলে না
পাড়ার মিটিং হলে আপনার কথা কেউ
মিসটেক করেও বলে না
আপনার ফ্রেন্ড বানায় ঘরের ভেতর বাড়ি
মাঠে গেলে খেলতে মারে শুধু ঝাড়ি
আপনি আর কতইবা ভালো হবেন তাই
শুনেছি, "চোরে চোরে মাসতুতো ভাই"
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
নষ্ট আঙ্কেল
ওরে নষ্ট আঙ্কেল
ওরে নষ্টওওওওও
ওরে নষ্টওওওওও
ওরে নষ্টওওওওও
ওরে নষ্টওওও
আপনাকে খেলে দেব।