ফাগুনের হাওয়া লাগে গায়,
রাঙা ফুলে রঙের মেলা।
মনে মনে বাজে বাঁশি,
ধূসর শীতে শেষের বেলা।
পলাশ ফুলের আগুন জ্বলে,
শিমুল ফুল ডালে ডালে।
তেপান্তরের মাঠে নাচে,
ফাগুন-হাওয়া গোপনে।
পাখি ডাকে, বনে বনে,
জাগে প্রাণের জোয়ার।
ফাগুন নিয়ে এলো রঙ,
মুছে সব অন্ধকার।
ফাগুনের হাওয়া লাগে গায়,
রাঙা ফুলে রঙের মেলা।
মনে মনে বাজে বাঁশি,
ধূসর শীতে শেষের বেলা।
আমার মন ভাসে দখিন হাওয়ায়,
কাঁচা ফুলের সুবাসে।
রঙিন শাড়ি, হাসির খেলা,
মিশে যায় ধূলোর পথে।
প্রেমের কথা বলে নদী,
বয়ে চলে অবিরতো।
ফাগুন তুমি প্রাণের ধারা,
তোমার ছোঁয়ায় জীবন জাগ্রত।
ফাগুনের হাওয়া লাগে গায়,
রাঙা ফুলে রঙের মেলা।
মনে মনে বাজে বাঁশি,
ধূসর শীতে শেষের বেলা।
আয় ফাগুন, রঙের দেশে,
মুখর হোক প্রাণের গান।
তোমার ছোঁয়ায় বেঁচে থাক,
যতদিন এই জীবন।
রঙিন শাড়ি, পলাশের ডালি,
তোমায় দিয়ে সাজাই।
ফাগুন তুমি নতুন রূপে,
আসো আমার বাংলা