ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
দেখছি তারে খুঁজছি যারে হে
দেখছি তারে খুঁজছি যারে
অহর্নিশি পাবার আশা
ক্লান্ত আজ চোখের পাতা
স্মৃতির সুবাশ শুকনো ফুলে
একটু ছোঁয়া স্পর্শ তলে
স্মৃতির সুবাশ শুকনো ফুলে
একটু ছোঁয়া স্পর্শ তলে
বাঁধন ছিড়ে অস্তগামী
সূর্য ডোবে নোনতা জলে
ক্লান্ত আজ চোখের পাতা
ঝড়ের পাখি ডুকরে কাঁদায়
আসলে তুমি কোন সে ধাঁধাঁয়
ঝড়ের পাখি ডুকরে কাঁদায়
আসলে তুমি কোন সে ধাঁধাঁয়
উড়াল সুখে অক্কগুনে চোখের কোনে
মনে লুকায়
ক্লান্ত তাই চোখের পাতা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
দেখছি তারে খুঁজছি যারে হে
দেখছি তারে খুঁজছি যারে
অহর্নিশি পাবার আশা
ক্লান্ত আজ চোখের পাতা