অসীমে তাকিয়ে দেখো কত আলোর
ঝলকানিতে যেন সময় আসে
দূর হবে সকল দুঃখ তোমার মনের
আর একবার তুমি সফল হলে |
কেন ঘুচলো না এই যন্ত্রণা (২)
সফলতা কি তোমার বিষন্নতার কারণ |
কেন মিথ্যে বলেছো তুমি
কেন ব্যর্থ আমার কল্পনা
পৃথিবীটা যেন গোলক ধাঁধা
তোমাকেই আজ নতুন করে চেনা
পৃথিবীটাকে নতুন করেছে চেনা ||
যে এখনো ভয়
আজও এই আঁধারে
আলোকের সন্ধানের
অপেক্ষা শেষ কবে
ডাকে সে ইশারায়
অশুভ ইঙ্গিতে
তবু ছুটেছি আমি আজও তারই পিছে
প্রত্যেকবার বিফল আমি তারই খোঁজে
ঘুচলো না এই যন্ত্রণা
সফলতা কি তোমার বিষন্নতার কারণ |
কেন মিথ্যে বলেছো তুমি
কেন ব্যর্থ আমার কল্পনা
পৃথিবীটা যেন গোলক ধাঁধা
তোমাকেই আজ নতুন করে চেনা
পৃথিবীটাকে নতুন করেছে চেনা ||