তাকে অনেক বেশি ভালবাসি
তবু অনেক বেশি ঘৃনা করি...
সে বোঝেনা আমাকে আর আমার মন
তার আমায় নেই কোনো প্রয়োজন.
সে অন্য কারর আজ হাতটি ধরে
আমাকে জালাই তার ছবি দিয়ে..
সে অন্য জিবনে আজ ঘর বেধে,
আমাকে এখনো নাকি ভালবাসে..
আমি নিস্পাপ এক মনে ভালবেসে,
জিবন তাকে করেছিলাম এসে,
আমি অভিনয়ে তাকে সুখি রেখে,
নিজে ভেসেছি দুঃখ সাগরে..