ললনারা মন কাড়িয়া,
চইলা গেছে ছেকা দিয়া,
ভালোবাসার মুক করে কালা..
হায় ললনা বুঝলিনা বুঝলিনা খাটি সোনা...
হায় ললনা দিয়া গেলি জাতীয় ছেকা...
সর্বনাশা ভালবাসা,
মিছি কথায় মন ভুলাইয়া,
গেছে বুড়ো আংগুল দেখাইয়া..
সে ভালানা মন নিয়া আর ফিরাই দিলো না,
তার মুখ খানা সরল হলেও ক্ষাদ তাতে কম না...
মাঝ রাতে তার ফোন ওয়েটিং
জাস্ট ফ্রেন্ড নামে বন্ধুর সাথে
বলতে গেলে আমি অপরাধী রে
হায় রে, সরল মনে দিয়া গেছে ধোকা রে...
ফেসবুকে তার এত ফলোয়ার
আমি থাকি ব্লক লিস্টে,
ফ্রেন্ড লিস্টে জাইগা বাকি নাইরে,
বলে সে, মনে জাইগা দিছি তোমারে,
ললনারে মিছি কথায় আমায় ফাসায় দিলি রে..
৪ টা বছর প্রেম কইরা,
শপিং নামের বাইনা নিয়া,
ভাইগা গেলো ফরেনি মাল ধরিয়া,
ললনা তোর কপালে সুখ তো হবেনা...
মুখ খানা তোর দেখলে ছুড়ি
লাগে এখন ডাইনি বুড়ি,
আগের মত চোখে মায়া দেখিনা
ললনারে হারামি তুই এত জানা ছিলো না..
মইরা গেলে কবরে তোর লাথি দিতে ভুলবো না...