বোঝেনা না যে কেও আমার বেথা
কত খানি হৃদয়ে উড়ছে ধোয়া...
বোঝেনা যে কেও আমার কথা
কত বেথা এ হৃদয়ে পুড়ছে আশা..
সে অন্য বুকেই তো ভালই আছে,
ফিরিয়োনা কেও আর তাকে..
বোঝাতে হবেনা আমি কত ভালবাসি
আজো প্রতি দিন তার আশাই থাকি..
প্রিয় বাধন ছিলো তার ভালবাসা,
প্রিয় গানটির সুরেও তারি ছোয়া,
আজো প্রতি দিন আর প্রতি রাতি
তার কথা ভেবে আমি সপ্ন দেখি
জানি ফিরবেনা ভালবাসবেনা
তবু তার ফিরে আশায়, বেচে আছি..
জান মন মানেনা তুমি কেনো বুঝোনা
কতটা তোমায় আমি ভালবাসি..
তার একা রাখা ভালবাসা আমাকে কাদায়,
তার অনুভুতি অভিমান আমাকে ভাবাই,
সে একা পথে যেতে যেতে একা থাকবেনা,
জানি নতুন জীবনে গড়ে মনে রাখবেনা..
তবু ভালবাসি আজো কত বেশি,
তুমি বোঝোনা বোঝোনা কেনো ও জান পাখি..
কত ভুলে হারিয়েছো তুমি আজকে বুঝি,
কতটা ভালবাসি আমি এখন জানি..