আজ ঝরা ঝরা বৃষ্টি ফোটাই
পড়ছে মনে তোমাকে...।।
শুন্য জিবন পুর্ন করে
আজ কেনো তুমি দুরে...
ঝোড় হওয়ার শিতলতা বাড়ে
নেই তুমি বলে পাশে..
আজ ঝরা ঝরা বৃষ্টি ফোটাই
পড়ছে মনে তোমাকে...।।
বরফ টুকরো যেমন এসে
লুটিয়ে পড়ে অঝরে,
আলতো ছোয়াতে যেমন করে
মেঘ ভাংগে প্রথিবিতে...
তেমন করে বৃষ্টি সুরে
হঠাত তুমি এসেছিলে..
এমনি করে মেঘ মিলনে
পাশে বসে নিলে ছুয়ে..
আজ ঝরা ঝরা বৃষ্টি ফোটাই
পড়ছে মনে তোমাকে...।।
একা জিবনে সংগি করে
নিসিংগ তা ছাড়িয়ে,
চাইছি বাধতে ধরতে তোমায়,
এই বৃষ্টি ঝরা রাতে....
মাতাল শব্দে ঘোর লাগিয়ে
অনুভুতি গুলো বাধে...
পুরনো মানুষ গুলো যেনো
মনে আছে বসে..