গাজায় মারি টান
আমি গাজাই মারি টান!
সব দুক্ষ ভুইলা হয় এক
জমিন ও আসমান!
বাল্য কালের প্রেমে এক
ছুড়ি নিলো মন
প্রেমের নামে আশা দিয়া
ভাসাইলো জিবন
কই দিন হলো জিতে সে প্রেম
অন্য দিকে চাই
হাইরে এ জিবন বলে
এখন কি উপাই
স্কুল জিবন ফেলে উঠি
কেলাস সেভেনে
মাইয়া আইসা প্রপোজ দিলো
জান তুমি মনে
হাইসা কইলাম পাগল নাকি
ভালবাসাও কি?
এটাই ছিলো ভুল প্রশ্ন
এখন ভালবাসা বুঝি
কত আশাই ভালবাসাই
করে ছলনা
হাজার ভাতার ধরে বেড়াই
সেই ললনা।
ভাল যখন বাসি আমি
সে বাসে না
আমারে আর তার জান কইতে
ইচ্ছাও করে না
কেও আসবে বলে পথ চেয়ে
বসে আবার রই
সবার মন নিয়ে চলছে খেলা
জাতিয় ছেকা কই
সব মাইয়া সকাল দুফুর বিকাল
ক্রাস খাইয়া যায়
পোলা ছেকা দিলে মাইয়ারা কই
সব চুতিয়া হাই
আমরা গাজা খেয়ে দুক্ষ ভোলাই
জিবন করি শেষ
মাইয়া শুরু করে প্রেম প্রজেক্ট
অন্যের জিবন মাইরা বেশ।
গাজা মাদক নেষা জানে সবাই
যাইবো কবরে
হাজার লোকে বলবে দেখে
আহা প্রেমিক পোলারে
কত আশাই ভালবাসাই
করে ছলনা
হাজার ভাতার ধরে বেড়াই
সেই ললনা।
ভাল যখন বাসি আমি
সে বাসে না
আমারে আর তার জান কইতে
ইচ্ছাও করে না
গাজায় মারি টান
আমি গাজাই মারি টান!
সব দুক্ষ ভুইলা হয় এক
জমিন ও আসমান!