দুঃখ ভরা জীবন আমার
দুখি মেঘলা আকাশ...
সুখের দেখা পাইনা আমি
পাই দুখেরি আভাস...
জীবন আমার ভেসে চলে
চোখের কান্না একে
আপন মানুষ পর করে দেই
চোখের পলকে..
হাইরে কষ্ট নামের জালা গুলি
কাদায় আমাকে..
বেথা ছাড়া এ জীবনে
আর তো কিছু নাইরে..
সুখ পাখিটা উইড়া গেছে
অন্যের ভাগ্য দেখে..
সুখের আশা নাই জীবনে
ভালবাসাও নাইরে..
তোর হাসিটাই পেতাম খুজে
আমার বাচার মানে
তোকে মনে রেখে দিতাম
কতনা যতনে..
এখন শুধু ধোয়া আপন
তুইও দূরে রে...
ভালবাসা কারোনে আজ
বদনামি আমি রে...