অন্যের হাতে লেখা আছে তোমার ভাগ্য রেখা
কি করে বলো তোমায় আমার করবে বিধাতা
অন্য সে যে ঘোমটা তুলে দেখবে তোমার মুখটা
কি করে আমি সে রাত টাকে দেবো সান্তনা
তোমার আমি না আমার তুমি না
তোমাকে আমি আমার করে চাইতেও পারিনা।
হঠাৎ করে বিকেল মাঝে অনেক পরে দেখা
অন্য কেও আজ তোমার পাশে আমার মতনা
এখন কেও আর আমার মত ভালবাসেনা করেনা
মন খারাপের সময় টাতে হাতটি ধরেনা
তোমার আমি না আমার তুমি না
তোমাকে আমি আমার করে চাইতেও পারিনা।
বৃষ্টি পড়ে ভিজছো একা ভাবছো আমার কথা
আমার মত কেও আজ ভাল তোমায় বাসেনা
মনটা ভাঙ্গার কি যে বেথা বুঝছো এখন তা
অনুসুচোনায় পুড়বে তবু বলতে পারবে না
তোমার আমি না আমার তুমি না
তোমাকে আমি আমার করে চাইতেও পারিনা।