স্থির চোখ বুজে চেয়ে রই
কম্পনের আশায়
চেতনার ওপারে
অস্পৃশ্য ঠাই পরাবাস্তবতায়
ফিকে থেকে স্পষ্ট হয়
কল্পের আগমনে
আড়াল থাকে ভয়
ঘুমে যত ক্ষয় হয়
স্পন্দন ধীরে কম্পনে মেলায়
ক্লান্তির ডাকে
শান্তির স্বার্থে অবচেতনও হাতড়ে
ঘুম চিরে রুদ্ধশ্বাসই আসবে
প্রহর গুনবে সময়
আর এক পলকে জ্ঞান হারিয়ে
স্বপ্ন
নিয়ে যায় মুক্তিরও মুখোমুখী
মহাবিশ্ব
চিরে দম ফেলার প্রতিশ্রুতি
শুন্য
জেগে থাকা ভুলে যত পালাই
স্বপ্নভঙ্গ
চেতনা ফেরায় আমায়
জেগে থাকা কাধ ভাঙ্গা ভার
জ্ঞান ফিরছে আর চোখ খুললেই হার
একটু সময়
আর একটু সময়
অবিমৃষ্য হয়ে
থাকতে দাও আমায়
আর একটু সময়
অসময়
স্বপ্ন
নিয়ে যায় মুক্তিরো মুখোমুখী
মহাবিশ্ব
চিরে দম ফেলার প্রতিশ্রুতি
শুন্য
জেগে থাকা ভুলে যত পালাই
স্বপ্নভঙ্গ
মুহূর্তে চেতনা ফেরায় আমার
স্বপ্ন