ঘুনে খাওয়া গিটার আর ভায়োলিন
ছেঁড়া খাতার কবিতাটাও অর্থহীন
নষ্ট হওয়া আমার রাতের ঘুম
অন্ধকার ঘেরা স্তব্ধ রুম
আমার খবর আর কে রাখে
আপন করে আর কে ডাকে
আমার খবর আর কে রাখে
কে আপন করে আমাকে
যত দূরে থাকো দূরে ঘর বাঁধো
আমি আমার সুরে তোমায় জড়াবো
জানি শূন্য হৃদয়ে আমায় জড়াবে না
মায়ায় মাখা নীল ছবি আঁকা বলো তোমায় ছাড়া কী করে হয়
আরো একবার তোমার হতে দাও
আমি আজও তোমায় আগলে রাখি
জানি না সেটা কোনো স্বপ্ন বা কল্পনা কি
ধূসর কালো আকাশ দেখতে থাকি
তোমায় ভেবে চাঁদের আলো মাখি
তখন কেনো বৃষ্টি নামে
শূন্য চোখে দেখতে থাকি তা
বৃষ্টি শেষে দেখা দেয় এক ফালি চাঁদ
তোমার মতোই চাঁদের স্নিগ্ধতা
যত দূরে থাকো দূরে ঘর বাঁধো
আমি আমার সুরে তোমায় জড়াবো
জানি শূন্য হৃদয়ে আমায় জড়াবে না
মায়ায় মাখা নীল ছবি আঁকা বলো তোমায় ছাড়া কী করে হয়
আরো একবার তোমার হতে দাও
আরো একবার তোমার হতে দাও
আরো একবার তোমার হতে দাও
পথে একা দাঁড়িয়ে আর কিছু করার গতি নেই
চারিপাশে শুধু শূন্যতা
হারিয়ে তোমাকে আর আলো দেখার জ্যোতি নেই
তুমিই তো ছিলে পূর্ণতা