অবিশ্বাসী এ মনের প্রান্তে দাঁড়িয়ে আমি গোল পৃথিবীটা ত্রিভুজ দেখি
মাঝে মাঝে স্বপ্নের ঘোরে আমি আকাশে তে সেখানে আর একটা চাঁদ খুঁজি
অবিশ্বাসী এ মনের প্রান্তে দাঁড়িয়ে আমি গোল পৃথিবীটা ত্রিভুজ দেখি
মাঝে মাঝে স্বপ্নের ঘোরে আমি আকাশে তে সেখানে আর একটা চাঁদ খুঁজি
বিশ্বাসে যা পাওয়া যায়, তর্কে বহুদূর
আমারই মাঝে থাকো তুমি
তাই তুমি আছো কি? নাই তা আর খুঁজবো না
যে পথে তুমি নাই সে পথে হাঁটবো না
কতটা দিশেহারা এ আমি তুমি ছাড়া
হৃদয়ে জারি রেখো তোমার এ পাহারা
নশ্বর এ জীবনের অহংকারে ভেসে আমি আকাশের ও পাশে পাতাল খুঁজি
ছোটখাটো জ্ঞানের ভারে আমি ডুবে গিয়ে
নিজেকে যা নই তাই যে ভাবি
নশ্বর এ জীবনের অহংকারে ভেসে আমি আকাশের ও পাশে পাতাল খুঁজি
ছোটখাটো জ্ঞানের ভারে আমি ডুবে গিয়ে
নিজেকে যা নই তাই যে ভাবি
বিশ্বাসে যা পাওয়া যায় তর্কে বহুদূর
আমারই মাঝে থাকো তুমি
তাই তুমি আছো কি নাই? তা আর খুঁজবো না
যে পথে তুমি নাই সে পথে হাঁটবো না
কতটা দিশেহারা এ আমি তুমি ছাড়া
হৃদয়ে জারি রেখো তোমার এ পাহারা
তুমি আছো কি নাই? তা আর খুঁজবো না
যে পথে তুমি নাই সে পথে হাঁটবো না
কতটা দিশেহারা এ আমি তুমি ছাড়া
হৃদয়ে জারি রেখো তোমার এ পাহারা
তুমি আছো কি নাই
তা খুঁজে লাভ নাই
তুমি আছো কি নাই
না থাকলেও চাই