ক্ষয়ে ক্ষয়ে ঝড়ে যাওয়া সব স্বপ্ন
উঁকি দেয় ঘুণে ধরা হৃদয়ে
কবে ফিরে পাবো সুদিন
কবে নিশ্বাস খুঁজে পাবে স্বাচ্ছন্দ
আধমরা এ প্রাণ জানে না আনন্দ
জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে
এ বুকের ভেতর জমে থাকা ক্ষোভ
মস্তিষ্কের প্রেরণায় বাধা দেয় বেশ
এ জীবনে কী আছে জানি না
নিজেকে হারাতে হারাতে সব শেষ
আধামরা এ প্রাণ জানে না আনন্দ
জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে
আক্ষেপে হস্তক্ষেপ করে হতাশা
পিছু ফিরে যায় অবশিষ্ট আশা
সুখের মরীচিকা চির অধরা
অন্ধকারে রয়ে আলোর ছবি আঁকা
এ জীবনের ফাটলগুলো জুড়বে কবে
তবে কী জীবন মানে দুঃখ ভুলে থাকা
আধামরা এ প্রাণ জানে না আনন্দ
জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে
আধামরা এ প্রাণ জানে না আনন্দ
জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে
আধামরা এ প্রাণ জানে না আনন্দ
জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে