অন্ধ শহর, রাত্রি জাগা আমি
প্রতিকূলতার করাঘাতে বেঁচে আছি
বন্ধ করে দিয়েছে বাতিঘর রাস্তায় হলুদ নিয়ন লাইট
একা আমি ছায়া যাত্রী হেঁটে চলি।
বন্ধ ঘরে একলা করিডোর এ পড়ে থাকে অপূর্ণ গ্রাফিটি
দূর বাতাসে সাইরেন বেজে ওঠে জোরে
তোমার আমার, তৈরি পৃথিবী স্বপ্ন যা,
অন্য কারও, যে এখনো ঘুমিয়ে,
তার নিজ বাস্তবতায়।
ঘুমন্ত প্রহর, সর্ব শান্ত আমি
বিবর্ণ আলোতে,
সাদা চোখে চেয়ে দেখি
বহু রঙের স্বপ্নে চেয়ে থাকি ঘুম ঘুম
চোখে নেশার অস্বচ্ছ আবরণ
তুমি আর আমি ছায়া যাত্রা শুরু করে।