শুন্য হ্রদয়ের মাঝে
তোমার চিত্রপট
তোমার তুলিতে মাখা আমার রঙ
সেই নীল জোছনা
ভেসে যায় তার ছায়ায়
অস্পৃস্য ছোয়ায় ত্রিপ্তিহীন্নতা
আমি ফিরে আসি তোর ছায়ায় নীল জোছনায়
শীতল রাতে ছিলো
তোমার অভ্যাগম
তোমার অস্তিত্বে ছিলো
আমার হ্রষ্টতা
সেই নীল জোছনা
ভেসে যায় তার ছায়ায়
অস্পৃস্য ছোয়ায় ত্রিপ্তিহীন্নতা
আমি ফিরে আসি তোর ছায়ায় নীল জোছনায়
সেই নীল জোছনা
ভেসে যায় তার ছায়ায়
অস্পৃস্য ছোয়ায় ত্রিপ্তিহীন্নতা
আমি ফিরে আসি তোর ছায়ায় নীল জোছনায়