Back to Top

Qzzy Slatt - Heart Attack (feat. ALV33 & Raiyan) Lyrics



Qzzy Slatt - Heart Attack (feat. ALV33 & Raiyan) Lyrics
Official




সে ছিল আমার কাছে cigarette
আমি হয়ে গেলাম এখন ashtray
কোনো লাভ নেই করে এখন regret
আমার জীবন কাটতেসিল কষ্টে
সে খুঁজে এখন আমায় আমায় কে পায়?
হারানো মানুষটা স্মৃতি হয়ে যায়
ভূমিকা তোমার শেষ উপসংহার
হয়ে থাকবে তুমি এখন ডারির পাতায়
এখন trap নিয়ে আমি থাকি busy
KL3(Kulturelif3) থাকায় কষ্ট ভুলে গেছি
এখন সে কেন আমায় কল দে বারবার
Feelings গুলি আমি ফেলে দিসি
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
প্রেমের ভিতর আমি biginner আমার কাছে তুমি trophy এর মতো
ফাঁসির মঞ্চে হবে শেষ ইচ্ছা তুমি একদিন আমাকে একটু ভালোবাসো
যখন থাকি আমি high তখন তুমি ছবির মত করে চোখে বাসো
রানীর মতো করে রাখতাম তোমাকে ঘৃণা করি শুধু স্বপ্নে আসো
তুমি মিশে গেছো আমার vibe এ
এখন কাউকে আনবো না আর life এ
এটা ছিল প্রেমে থাকা tri-angle
আছে অনেক মানুষ আমার side এ
কেন আমার ছবি লাগাও my day
আমার ঘরে অভাব আছে light এর
শুধু তুমি ছিলে আমার type এর
তোমার গল্প বলি আমি mic এ
তারপর, ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি JMP(জুম্মাপাড়া) ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
যোদ্ধা আমি করি জীবনের যুদ্ধ
সন্দেহ নাই আমার প্রেমটা শুদ্ধ
হারানোর পর তোমায় কিভাবে খুজবো
দুঃখী আমি কারণ দাও নাই উত্তর
কলিজার ভিতরে জমেছে মেঘ
পাবো না তোমাকে বুকেতে ছেদ
ঘুম হয় না তাই আমি উঠি তো late
খুলবো না আর আমি হৃদয়ের gate
ভেঙে যায় মন আমার তোমাকে দেখে
ইচ্ছা হয় বিছানায় তোমাকে পেতে
ভাবি তোমার কথা অন্য এক date এ
দেখি তোমার ছবির চাহিদা মেতে
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
আমার স্মৃতি হারিয়ে গেলেও আমার মনে থাকবে তোমাকে
আমি মরে গেলে তুমি দেখা দিও রোজ বিকেলে আমার কবরে
আমি তোমার জন্য দাঁড়িয়ে তুমি হাজির করো নিজেকে
আমি হেসে হেসে চলে যাবো আমার মাথায় পিস্তল ঠেকিয়ে
যদি কোনো এক ভোরে ঘুম থেকে উঠে দেখো আমি আর জেগে নেই
আমি মানুষ খারাপ আমার জন্য চোখের পানি ফেলে লাভ নেই
আমায় ক্ষমা করে দিও তুমি তোমার জন্য কিছুই করি নি
খুব চেয়েছিলাম একসাথে হবো তা কেন জানি হয়ে উঠে নি
এখন ঘরের এক কোনায় পড়ে থাকি
এটা বাচার মতো জীবন নাকি
যে জীবনে তুমি নেই
সে জীবন রেখে বলো লাভ টা কী?
ঘুরে ফিরে তোমার রাস্তাতে
তুমি পারো আমায় আটকাতে
ফিরিয়ে নাও তোমার দিকে
নয়তো হারিয়ে যাবো মাঝপথে
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
তারপর, ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি JMP(জুম্মাপাড়া) ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


English

সে ছিল আমার কাছে cigarette
আমি হয়ে গেলাম এখন ashtray
কোনো লাভ নেই করে এখন regret
আমার জীবন কাটতেসিল কষ্টে
সে খুঁজে এখন আমায় আমায় কে পায়?
হারানো মানুষটা স্মৃতি হয়ে যায়
ভূমিকা তোমার শেষ উপসংহার
হয়ে থাকবে তুমি এখন ডারির পাতায়
এখন trap নিয়ে আমি থাকি busy
KL3(Kulturelif3) থাকায় কষ্ট ভুলে গেছি
এখন সে কেন আমায় কল দে বারবার
Feelings গুলি আমি ফেলে দিসি
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
প্রেমের ভিতর আমি biginner আমার কাছে তুমি trophy এর মতো
ফাঁসির মঞ্চে হবে শেষ ইচ্ছা তুমি একদিন আমাকে একটু ভালোবাসো
যখন থাকি আমি high তখন তুমি ছবির মত করে চোখে বাসো
রানীর মতো করে রাখতাম তোমাকে ঘৃণা করি শুধু স্বপ্নে আসো
তুমি মিশে গেছো আমার vibe এ
এখন কাউকে আনবো না আর life এ
এটা ছিল প্রেমে থাকা tri-angle
আছে অনেক মানুষ আমার side এ
কেন আমার ছবি লাগাও my day
আমার ঘরে অভাব আছে light এর
শুধু তুমি ছিলে আমার type এর
তোমার গল্প বলি আমি mic এ
তারপর, ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি JMP(জুম্মাপাড়া) ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
যোদ্ধা আমি করি জীবনের যুদ্ধ
সন্দেহ নাই আমার প্রেমটা শুদ্ধ
হারানোর পর তোমায় কিভাবে খুজবো
দুঃখী আমি কারণ দাও নাই উত্তর
কলিজার ভিতরে জমেছে মেঘ
পাবো না তোমাকে বুকেতে ছেদ
ঘুম হয় না তাই আমি উঠি তো late
খুলবো না আর আমি হৃদয়ের gate
ভেঙে যায় মন আমার তোমাকে দেখে
ইচ্ছা হয় বিছানায় তোমাকে পেতে
ভাবি তোমার কথা অন্য এক date এ
দেখি তোমার ছবির চাহিদা মেতে
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
আমার স্মৃতি হারিয়ে গেলেও আমার মনে থাকবে তোমাকে
আমি মরে গেলে তুমি দেখা দিও রোজ বিকেলে আমার কবরে
আমি তোমার জন্য দাঁড়িয়ে তুমি হাজির করো নিজেকে
আমি হেসে হেসে চলে যাবো আমার মাথায় পিস্তল ঠেকিয়ে
যদি কোনো এক ভোরে ঘুম থেকে উঠে দেখো আমি আর জেগে নেই
আমি মানুষ খারাপ আমার জন্য চোখের পানি ফেলে লাভ নেই
আমায় ক্ষমা করে দিও তুমি তোমার জন্য কিছুই করি নি
খুব চেয়েছিলাম একসাথে হবো তা কেন জানি হয়ে উঠে নি
এখন ঘরের এক কোনায় পড়ে থাকি
এটা বাচার মতো জীবন নাকি
যে জীবনে তুমি নেই
সে জীবন রেখে বলো লাভ টা কী?
ঘুরে ফিরে তোমার রাস্তাতে
তুমি পারো আমায় আটকাতে
ফিরিয়ে নাও তোমার দিকে
নয়তো হারিয়ে যাবো মাঝপথে
মনে থাকতে চেয়েছিলাম পেয়েছি দুঃখ
তোমায় চেয়েছিলাম পেয়েছি দুঃখ
না পাওয়ায় কেঁদেছি পেয়েছি দুঃখ
আর পাইনা দুঃখ মন আমার রুক্ষ
তারপর, ভালোবাসা দিল মিষ্টি দুঃখ
কিভাবে আর আমি JMP(জুম্মাপাড়া) ঢুকবো
গল্প বলো তুমি সারারাত শুনবো
তোমার মনের কথা কিভাবে বুঝবো?
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
জমে গিয়ে সব Heart Attack হলো
ভিতর টা আমার garbage
তোমার দেওয়া মিষ্টি pain নিতে নিতে
হয়ে গেলাম আমি heartless
[ Correct these Lyrics ]
Writer: Muhammad Aashiq, Alve Zahir, Abrar Raiyan
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: Qzzy Slatt



Qzzy Slatt - Heart Attack (feat. ALV33 & Raiyan) Video
(Show video at the top of the page)


Performed By: Qzzy Slatt
Language: English
Length: 3:26
Written by: Muhammad Aashiq, Alve Zahir, Abrar Raiyan
[Correct Info]
Tags:
No tags yet